
হোস্টিং ফর
ই-কমার্স ওয়েবসাইট
কেন ই-কমার্স হোস্ট.নেট বেছে নেবেন?
ক্লাউড সার্ভারস
ক্লাস্টার্স অব ক্লাউড সার্ভারস হওয়ায় গতানুগতিক শেয়ার্ড হোস্টিং এর তুলনায় উচ্চমানের পারফরমেন্স।
SSD ডিস্ক
SATA হার্ড ডিস্কের তুলনায় কমপক্ষে তিনগুণ বেশি গতি সম্পন্ন SSD ডিস্ক।
৯৯.৯% আপ টাইম গ্যারান্টি
ডাউন টাইম যেকোন ব্যবসায়ের জন্যে ক্ষতিকর। তাই আমরা সার্ভার আপ টাইমকে খুবই গুরুত্বের সাথে দেখে থাকি।
ডোমেইন রেজিস্টার করতে নিচের বক্সে নামটি লিখুন
একটি প্ল্যান সিলেক্ট করুন
ক্লাউড হোস্টিং
কুইক শপ
ডোমেইন+হোস্টিং
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
যেসব কোম্পানী ওয়েবে (ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারে ) ফাইল রাখার স্থান দেয় তাদেরকে ওয়েব হোস্ট বলা হয়, কোন ‘ব্যবহারকারী‘ যখন এইরকম কোন সার্ভিস ব্যবহার করেন তখন সেটিকে ওয়েব হোস্টিং বলা হয়।
সহজ ভাষায় গেস্ট এর বিপরীত শব্দ হোস্ট। যিনি গেস্টে‘র পরিষেবা করেন তিনিই ‘হোস্ট‘। ইন্টারনেটের ক্ষেত্রে হোস্টগণ ‘ব্যবহারকারী‘গণের ফাইলগুলো নেটওয়ার্ক কম্পিউটারে রাখার স্থান দেয়ার পরিষেবা প্রদান করেন। এই সেবা প্রদানকে ‘ফাইল হোস্টিং‘ বলা হয়, আর যেহেতু এই ফাইলগুলো দিয়েই একটি ওয়েবসাইটের রুপরেখা তৈরি করা হয়ে থাকে তাই এটিকে আর ‘ফাইল হোস্টিং‘ না বলে ‘ওয়েব হোস্টিং‘ বলা হয়ে থাকে।
ই-কমার্স হোস্ট (eCommerceHost) অন্যান্য হোস্টিং প্রোভাইডারদের মতোই একটি হোস্ট। কিন্তু আমরা ‘ই-কমার্স‘ নামটিকে হাইলাইট করেছি যেন উদ্যোক্তাগণ সহজে বুঝতে পারেন এখানে তাদের প্রয়োজনের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।
আর তাছাড়া সাধারন তথ্যমূলক ব্লগ অথবা ওয়েবসাইটের তুলনায় ই-কমার্স ওয়েবসাইটের জন্যে একটু বেশি সার্ভার রিসোর্সেস প্রয়োজন হয়, কারন ই-কমার্স ওয়েবসাইটে ম্যাথামেটিক্যাল ক্যালকুলশন বা গানিতিক বিশ্লষণের প্রয়োজন হয় যা সাধারন ওয়েবসাইটে প্রয়োজন হয় না, উদাহরনস্বরুপ ধরুন, আপনার কাছে জানতে চাওয়া হলো আকাশের রং কি? আপনি বলে দিলেন ‘নীল‘, এবার আপনার কাছে জানতে চাওয়া হলো, ৯ ও ৭ এর যোগফল কত?
ভাবুন আকাশের রং বলার জন্যে আপনাকে কি পরিমান মেধা/মেমোরি খরচ করতে হয়েছে, আর যোগফলটি বলার জন্যে কি পরিমান মেধা/মেমোরি খরচ করতে হয়েছে।
সাধারণ আর ই-কমার্স ওয়েবসাইটের সার্ভার থেকে মেমোরি ও প্রসেসিং পাওয়ার নেওয়ার ক্ষেত্রেও পার্থক্য প্রায় একই ধরনের। আর ঠিক এ কারনেই ই-কমার্স হোস্টের প্রতিটি হোস্টিং প্ল্যানে বাড়তি মেমোরি ও CPU কোর ব্যবহার করা হয়েছে। ভেবে দেখুন ‘হাউ টু পোস্ট অন ফেসবুক’ টাইপ টিউটোরিয়াল পেজে কতটুকু সার্ভার রিসোর্সেস প্রয়োজন হয় আর ই-কমার্স সাইটে প্রোডাক্ট কমপেয়ার, উইশ লিস্ট, কার্ট কোয়ান্টটিটি, টোটাল প্রাইস সাথে আবার কন্ডিশন বেজড শিপিং কস্ট ক্যালকুলেশন করে চেকআউট করাতে কি পরিমান সার্ভার রিসোর্সেস প্রয়োজন হয়।
ডোমেইন নেম শুধুই আরোপিত একটি নাম মাত্র। এটি একটি নাম্বারকে যাকে IP ঠিকানা বলা হয় তাকে সহজে মনে রাখতে ব্যবহৃত হয়ে থাকে। ডোমেইন একটি হোস্টিং ছাড়া অকার্যকরী। ফোনের সিম কার্ডের সাথে এর তুলনা করা যেতে পারে। সিম কার্ড যেমন একটি ফোন ছাড়া অচল তেমনি একটি ডোমেইন একটি হোস্টিং বা সার্ভার কম্পিউটার ছাড়া অচল।
সার্ভার কম্পিউটারের ঠিকানা হয় IP ঠিকানা যা মনে রাখা কঠিন, তাই ডোমেইন নেম ব্যবহার করে সেই ঠিকানাকে সহজে মনে রাখার ব্যবস্থা করা হয়।
এটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা ও প্রয়োজন অনুসারে। আপনি যদি একবারেই নতুন হন, তাহলে কুইক শপ দিয়ে শুরু করতে পারেন। আর আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে স্টার্টআপ অথবা এ্যাডভান্সড ক্লাউড হোস্টিং প্ল্যান, আর যদি আপনার স্টোর অলরেডি সাধারণ হোস্টিং এর সীমানা পেরিয়ে যেয়ে থাকে তাহলে VPS হোস্টিং, আর আরো বেশি ব্যালান্সড রিসোর্সেস চাইলে ডেডিকেটেড ক্লাউড সার্ভার ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য যে, ecommercehost.net VPS ও ডেডিকেটেড ক্লাউড সার্ভারের সাথে Plesk (৩ ডোমেইন), Vesta অথবা CWP কন্ট্রোল প্যানেল ফ্রি দিয়ে থাকে, যার ফলে অপেক্ষাকৃত কম অভিজ্ঞরাও VPS চালাতে পারবেন ইনশা’আল্লাহ।
যাবে, আসলে ই-কমার্স সাইটগুলোর ম্যাথামেটিক্যাল (গানিতিক) ক্যালকুলেশনের প্রয়োজন হয়, যার ফলে CPU ও মেমোরি ইউসেজ লাগে বেশি, তাই সব ধরনের হোস্টিং ই-কমার্স সাইটের জন্য ভালো নাও হতে পারে।
এক্ষেত্রে আপনাকে প্রায়শই 500 Internal Server Error ও 503 Service Unavailable এর মতো ইররগুলো ফেস করতে হতে পারে। তাই eCommercehost.net এর সার্ভিসগুলো এমনভাবে এরেঞ্জ করা হয়েছে যেন সহসাই কাউকে এইসব ইরর ফেস করতে না হয়। তাহলে ই-কমার্স সাইট যেখানে ভালো চলার কথা সেখানে যেকোন সাইট বা ব্লগ খুব স্মুথ চলবে ইনশা’আল্লাহ কারণ সেগুলোতে বাড়তি লোড ম্যাথামেটিক্যাল ক্যাকুলেশন নেই।
যেকোন সমস্যায় আন্তরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন ইনশা’আল্লাহ, টিকেট, ইমেইল অথবা ফোনে অথবা হোয়াটস এ্যাপ বা মেসেন্জারের মাধ্যমে।
RECENT TWEET
- Pre Made websites for your businesses or shop. https://t.co/a2OwQH93Hq 4 months ago