ডোমেইন রেজিস্টার করতে নিচের বক্সে নামটি লিখুন
ডোমেইন রেজিস্ট্রেশন ফি
1st Year Price | Renewal Price | |
.com | $5.99 | $9.99 |
.net | $12.99 | $13.99 |
.org | $11.99 | $13.00 |
.info | $7.99 | $18.99 |
.biz | $8.99 | $17.99 |
.shop | $4.99 | $28.99 |
.store | $5.99 | $31.99 |
.site | coming soon | |
.club | coming soon | |
.co | coming soon |
ডোমেইন ফিচারস
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
ডোমেইন নেম শুধুই আরোপিত একটি নামমাত্র। এটি একটি নাম্বারকে যাকে IP ঠিকানা বলা হয় তাকে সহজে মনে রাখতে ব্যবহৃত হয়ে থাকে।
ফোনের সিম কার্ডের সাথে এর তুলনা করা যেতে পারে। সিম কার্ড যেমন একটি ফোন ছাড়া অচল তেমনি একটি ডোমেইন একটি হোস্টিং বা সার্ভার কম্পিউটার ছাড়া অচল। সার্ভার কম্পিউটারের ঠিকানা হয় IP ঠিকানা যা মনে রাখা কঠিন, তখন এই ডোমেইন নেম আরোপ করে সেই নির্দিষ্ট IP ঠিকানায় সহজেই পৌঁছানো হয়ে থাকে।
যেসব কোম্পানী ওয়েবে (ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারে ) ফাইল রাখার স্থান দেয় তাদেরকে ওয়েব হোস্ট বলা হয়, কোন ‘ব্যবহারকারী‘ যখন এইরকম কোন সার্ভিস ব্যবহার করেন তখন সেটিকে ওয়েব হোস্টিং বলা হয়।
সহজ ভাষায় গেস্ট এর বিপরীত শব্দ হোস্ট। যিনি গেস্টে‘র পরিষেবা করেন তিনিই ‘হোস্ট‘। ইন্টারনেটের ক্ষেত্রে হোস্টগণ ‘ব্যবহারকারী‘গণের ফাইলগুলো নেটওয়ার্ক কম্পিউটারে রাখার স্থান দেয়ার পরিষেবা প্রদান করেন। এই সেবা প্রদানকে ‘ফাইল হোস্টিং‘ বলা হয়, আর যেহেতু এই ফাইলগুলো দিয়েই একটি ওয়েবসাইটের রুপরেখা তৈরি করা হয়ে থাকে তাই এটিকে আর ‘ফাইল হোস্টিং‘ না বলে ‘ওয়েব হোস্টিং‘ বলা হয়ে থাকে।
যেকোন সমস্যায় আন্তরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন ইনশা’আল্লাহ, টিকেট, ইমেইল অথবা ফোনে অথবা হোয়াটস এ্যাপ বা মেসেন্জারের মাধ্যমে।